কবে হবে বসন্ত
উম্মে আইমান মুর্শিদা
শুরু হলো পাতা ঝরা,বাড়ে তাপ রোদ্দুর
দিন গুনি, বসন্ত আর বাকি কোদ্দুর
কবে যে ছড়াবে রং বনে বনে ফুলেরা
টক মিষ্টিতে মন ভরে দেবে কুলেরা
স্নিগ্ধ সমীর কবে জুড়াবে পাগল মন?
প্রজাপতি মধু খুঁজে বেড়াবে সারাক্ষণ।
আম্র শাখায় কবে মুকুল জাগাবে সাড়া?
রাখালী বাঁশির সুরে কবে হবে কান খাড়া?
কাননে কাননে কবে পুষ্প ছড়াবে বাস
দু নয়ন কেড়ে নেবে মাঠের সবুজ ঘাস।
রক্তে রঙিন হবে পলাশ কৃষ্ণচূড়া
হৃদয় টা ছুটে যাবে ভোলা চর মনপুরা
কোকিলের কুহু তান ভেসে যাবে সুদূরে
তুলবে ক্লান্ত হাই ঘাম ঝড়া দুপুরে।
লেপ,কাঁথা,বিদায় পথে তাল পাখা আগমন
উড়বে মশা ও মাছি দিবানিশি ভনভন
মৌচাকে মৌমাছি কবে যে জমাবে ভীড়
দুলবে সাজনা ডাটা,বুনবে শালিক নীড়।
ঝীঝীদের গানে কবে কর্ণটা হবে শেষ?
বসন্ত রঙে রূপে ভরে দেবে এই দেশ।