খোকন সোনা বায়না ধরে
নিত্য আমায় কয়।
দুই হাতে জড়িয়ে গলা
পিঠে ঝুলে রয়।
আম্মু সোনা একটা ছড়া
আমায় লিখে দাও।
কবে থেকে বলছি মাগো
শুনতে নাহি পাও ?
দুহাত ধরে টেনে টেনে
তুলল শয়ন থেকে
আম্মু আমার ডায়রী নামাও
বলছে ডেকে ডেকে
ছোট যেন হয়না ছড়া
হতে হবে বড়
পৃষ্ঠা ভরে লিখো মাগো
এবার কলম ধরো
কি লিখব কি লিখব
ভেবে নাহি পাই
দোয়া ছাড়া আব্বুটারে
কিছুই লেখার নাই
কুরআন হাদীস শিখে তুমি
অনেক বড় হও
খাঁটি মুমিন হয়ে তুমি
ধরায় বেঁচে রও
মায়ের লাগি কবর পাশে
কুরআন দরুদ পড়ে
এমন দোয়া কর বাবা
অশ্রু যেন ঝরে।