রাসুলের বানী তাই,
তব পথ পানে চাই,
আসবে কবে তুমি ভবে?
সকল বিভেদ ভুলে
মুসলিম দলে দলে
এক পথে শামীল হবে।
দুর হবে সব দুঃখ
ধরাতে ভরাবে সুখ
সে আসা কি পূর্ণ হবে?
ইমাম মাহদী
তুমি আসবে কবে?২বার
তুমি আসবে কবে?২বার
সহজ সরল দ্বীন
আমরা করি কঠিন
বক্রতা আমাদের মনে
হিংসা ও দলাদলি
যার পথে সেই চলি
কুরআন সুন্নাহর ধার ধারিনে
ভাল থাকে নেতারাই
জনতা কোথায় ঠাঁই
কোন পথ কোন মত লবে?
ইমাম মাহদী
তুমি আসবে কবে?২বার
তুমি আসবে কবে?২বার
অশান্তির দাবাণলে
বিশ্ব সদাই জ্বলে
ইসলাম নিভু নিভু প্রায়
আল্লাহ প্রেমিক মোরা
নেতা ছাড়া দিশেহারা
পথ চেয়ে তোমারই আশায়
তোমার আগমনে ফের
শান্তি আসবে ঢের
সে দেখা কি পূর্ণ হবে?
ইমাম মাহদী
তুমি আসবে কবে? ২বার
তুমি আসবে কবে?২বার
পাইনি রাসুল নবী
সোনালী যুগের ছবি
বুঝিনা কে ঠিক কেবা ভুল
না পেলে তোমার দেখা
কপালে কি আছে লেখা
হারাতে পারি দুই ও কুল।
তোমাকে পাওয়ায় ফের
ঈমান বাড়বে ঢের
সে পাওয়া কি পূর্ণ হবে?
ইমাম মাহ্দী
তুমি আসবে কবে?
তুমি আসবে কবে?