ফনী জলোচ্ছাসের ঢেউ
সনেট কবিতা
আসছে ধেয়ে ফনী,জলোচ্ছ্বাসের ঢেউ
জানে তা বিশ্ববাসী,নেইতো বাকি কেউ
হানে আঘাত ভাঙে বাড়ি, চলে সুদুরে
শো শো আওয়াজ লয়ে ভয়াবহ সুরে
উড়ায়েছে চাল অার ভিজায়েছে চুলো
ভাঙা ডালে নীড় হারা উড়ে পাখি গুলো
ধুলো ওড়ে তুলো ওড়ে,ওড়ে ডালপাতা
পথ পারে উড়ে গেছে পথিকের ছাতা
ডুবে গেছে নদী নালা ভেসে গেছে বাড়ি
কত জন চলে গেছে এ ভুবন ছাড়ি
গাড়ি ভাসে ঘোড়া ভাসে,ভাসে গরু মোস
এই তো বিধির খেলা কারে দিব দোষ
আরো কত কি হয়েছে নেই সব জানা
কারই বা সাধ্য আছে কে করিবে মানা?