বর্ষার গান
উম্মে আইমান
সারাদিন রিমঝিম আষাঢ়ের বৃষ্টি
চারিদিক ধোয়াশায় যত দুর দৃষ্টি
গাছপালা তরুলতা পেলো নব প্রান
কবির কন্ঠেবাজে, ভেজা বর্ষার গান
ভরে গেছে নদীনালা থৈথৈ করে বিল
ফুটেছে কদম কেয়া শাপলার ঝিল
মেঘেমেঘে পৃথিবীটা ভরে গেছে তাই
সূর্যের সাথে আজ কোনো দেখা নাই
টুপ টাপ নিশি দিন মেঘ গলে বৃষ্টি
বাঁচাতে সকল প্রানী স্রষ্টার এ সৃষ্টি।