নায়ক তুমি;তুমিই বীর,
তুমিই সেই বারাসাতের বাঁশের কেল্লার তিতমীর |
হাতে রেখে হাত,
করেছিলে বিদেশি শত্রুর প্রতিবাদ |
যাদের জন্য করেছিলে শাহাদাত বরণ,
তারাই আজ করছে দাসত্ব গ্রহণ |
বীরের ভাতিতে করেছিলে যুদ্ধ ,
দাসত্ব করেছে আমাদের শ্বাসরুদ্ধ |
প্রেরণা নিয়ে তোমার,
একদিন স্বপ্ন বাস্তবায়ন করব সোনার বাংলার |
করে এক নতুন জাগরণ,
তোমার কাছে যেন হার মেনেছে মরণ |
যুদ্ধ করেছিলে দেখে দেশের মানুষের দুঃখ,
তোমার কথা স্মরণে উজ্জ্বল হয় আরো লক্ষ্য |
তুমি দেখিয়েছিলে একদিন স্বাধীন দেশের স্বপ্ন ,
বাস্তবায়ন হবে তা থাকবে না কোনো দুঃখের প্রশ্ন |
তোমার হাত ধরে হবে এ বাস্তব সাধন,
বীর তুমিই তিতুমীর নয়তো কোনো ভ্রান্তির স্বপন |