রঙিন কাগজের ভাঁজে নৌকা বানিয়ে,
দিলাম তারে ঐ দিঘির জলে ভাসিয়ে ।
ছলছল জলের নৌকা যখন ভাসে,
ঘাটের ঐ পাড়ের খুকী তখন হাঁসে।
গিরি ধারে নৌকার বন্ধুর পথচলা,
সেই দৃশ্য দেয় এ কাব্যিক মনে দোলা।
দিঘি পেরিয়ে নৌকা স্বপ্নের রাজ্যে যায়,
মেঘ পাড়ি দিয়ে দিগন্তের শোভা পায় ।
শঙ্কায় থাকি স্বপ্নের নৌকা যদি ডোবে,
নৌকা তবে ফিরে আসিবে কবে?
এ নৌকা ঝঞ্ঝাবাতেও ডুববার নয়,
নৌকা একদিনে নয় বহু সাধে হয়।
দিগন্ত গন্তব্যে যাবে ক্ষুদ্র নৌকা খানি,
আলোর স্বপ্ন দিচ্ছে আশার হাতছানি ।