আমার স্বপ্নের বাংলা ফিরে আয়,
তোর স্বপ্ন শুধু যে এ দু চোখ ভেজায়।
সত্তর বছরে তোর জন্য দিলাম কত বলিদান,
কত কাঁদল ছেলে হারা মায়ের প্রাণ ।
অহংকারী তুই যে আসলি না ফিরে,
এত ভালোবাসা কোথায় পাবি কাক-পক্ষীর ভিড়ে।
ছলনা করলি শুধু ষোল কোটির অশ্রু নিয়ে,
আবারও ডাকছি তোকে আর দিতে পারবি না ফিরিয়ে ।
জন্ম হতে কোনোদিন হয় নি তো দেখা,
শুধুই শুনেছি একাত্তরে তোর আসার কথা ।
দেখতে চাই একবার তোকে দু চোখ জুড়ে,
আর করিস না বারণ ফিরে আয় চিরতরে ।
আজ ষোল কোটি মানুষ তোর প্রতিক্ষায় ,
চোখ খুলে দেখ এমন মায়া পাবি কোথায় ?
কতো যে হলো শহিদ বাঁচাতে তোর মাণ,
কি আর করি বল তোকে যে দিয়েছি মায়ের সন্মান ।
বাঙালি দেখল কত বিভীষিকার কাল রাত ,
কত যে ভাঙল শত্রুর রাক্ষুসে হাত ।
প্রতিক্ষার সব পালা শেষ হয়ে আসছে,
তোর জয় ধ্বনি বাতাসে বাতাসে ভাসছে ।
বিশ্বের সামনে আজ তুই প্রতীয়মান,
সকলে যে শুনেছে 'জয় বাংলার' স্লোগান ।
হারিয়ে গেছিস তুই কোন দিগন্তের শোভায় ,
সন্তান যে ডাকছে তোকে 'আমার সোনার বাংলা ফিরে আয়'।