বাংলাকে সেদিন ভালোবেসে ফেলেছি,
যেদিন বাঙালী হয়ে আবার জন্মেছি।
এ বিশ্ব দেখল বাংলার জয় তাজ,
আবারও পড়েছে পাক কপালে ভাঁজ ।
বাঙালী করো অট্টহাসির পাত্র নয়,
আজ বাঙালী এ মহা বিশ্বের বিস্ময় ।
লাল সবুজের রঙিন ঘুড়ি উড়ছে,
বিজয় দামামায় ধরনী যে দুলছে ।
বাংলার আকাশে আজ সূর্য উঠেছে,
বাঙালী দেখ বীরত্বের সাথে ছুটেছে।
আক্ষেপ ! বাঙালী হয়ে মাথা নিচু হয়,
তারা যখন পাকিস্তানকে বন্ধু কয় ।
যত কর্ বদনাম যতই দে গালি,
তবু আজ আমি গর্বিত আমি বাঙালী ।