হিসাব নিকাস বরাবর
তারপরও স্বার্থপর।
একচুল এদিক সেদিক
কৈফিয়তের ভাইবা চলে প্রশ্নের বানে অাহত সৈনিক।
এইতো জীবন এইতো প্রেম
এইতো সংসারী সুপারম্যান ।
কৃষকের ঘরে শিক্ষিত ছেলে মাথায় দাওনি চালের বোঝা
তখন কি জানতে না বাবা জীবন নয়তো এত সোজা।
তুমিতো আজ সুখেই আছ।
আড়াল থেকে কাঁদ হাস।
সমাজে আমিও কম নই
সারাদিন চলে হৈ চৈ।
বড় বাড়ি দামী গাড়ি
শিক্ষিত বউ সুন্দরী নারী।
সবার অাড়ালের চোখের পানি।
কেউ না দেখলেও দেখ তুমি।
এখন বুঝি বলতে পারো না " বুকে অায়রে অভিমানী"।
আবার যদি ছোট হতাম
বাবা তুমায় ফিরে পেতাম।
বড় হতে চাইনা অামি
হতে চাইনা কারো স্বামী।
হিসাব নিকাশ বরাবর
তারপরও স্বার্থপর ?