এই শহরেই তোমার ছোট্ট বাসা।
তাইতো শহরটাকে এত ভালোবাসি
এই স্টেশনের পাশে তুমি থাক।
তাই স্টেশনে এতবার যাই অাসি।
এই বাজারে তোমার যাতায়াত
বাজার জুড়ে ছড়িয়ে দিলাম প্রান।
ঐ পথ ধরেই তুমি সদা হাটো
ঐ পথে খুজে ফিরি তোমার ঘ্রান।
সকাল বেলা গোলাপ যখন হাসে
খুজে বেড়াই তোমায় অাশে পাশে ।
মূখে অামি যখন যাহাই বলি
হৃদয় জুড়ে তোমারই বসবাস।
অবহেলা যতই করো তুমি
ভালবাসি তোমায় বারোমাস।
অাজ তোমার খোজেই এই শহরে অাসা
ট্রেনে চড়ে শত শত মাইল
দেখা হবে না জেনেও তোমার খোজে
যদিও অামার অফিসে পড়ে রয়েছে পাহাড় উচু ফাইল
নিরাশ নই আমি
যদি ভূল কর তুমি তবে পাব তোমার দেখা।
তাই শহর জুরে ছড়িয়ে দিলাম প্রান
যদি খোঁজে পাই তোমার দেহের ঘ্রান।