আমি অনুসারী শয়তান
সৎ কাজে দেব বাঁধা এইতো মোর শান।
লুণ্ঠন করবো বিশ্বের ইজ্জত সম্মান।
আমি অনুসারী শয়তান।
আমি তারার মাঝে নেচে ফিরি মহৎ কে ফাঁকি দিয়ে।
তোমরা চাঁদের যে কলঙ্ক দেখ সে তো আমারই সৃজনে।
আমি আকাশ হতে এক এক করে তাঁরা ঝরাই
ধরিত্রী হতে ধীরে ধীরে শান্তি তাড়াই।
আমার হাতে রাখলে হাত বাড়বে সম্মান
আমি তো ইচ্ছে মত ঘুড়ে বেড়াই
আমি অনুসারী শয়তান।
কে যেন বলে, ঘৃণীত তুই অনুসারী শয়তান ।
ধমক দিয়ে বলি, থাম।
যুগের পালাবদলে এই তো শ্রেষ্ঠ কাম।
আমি গর্বিত, আমি ধন্য, আমি অনুসারী শয়তান।
দেখবো যেখানে সদাচরন করবো সেখানে বিদ্রূপ।
মহৎ সেজেঁছিস ভাল কথা
জামানা আমার, তুই চুপ।
আমার হাতে রাখলে হাত বাড়বে সম্মান
আমি তো ইচ্ছে মত ঘুড়ে বেড়াই
আমি অনুসারী শয়তান।