জন্মান্ধ বাবা বলতো চারদিকে অন্ধকার।
সংসারের গ্লানি টেনে অামিও দু'চোখে দেখি অন্ধকার।
ছেলে অামার মিছিল করে -
অন্ধকার অন্ধকার
দেশটা যেন অন্ধকারে তুলে অানবে সাধ্যকার ।
যেদিকে তাকাই দেখতে পাই অন্ধকার অার অন্ধকার ।
রাজনীতিতে অন্ধকার
নেই কিছু শিক্ষার।
অাছে তাও যতটুকু অসত্যে থাকে চাপা।
ঘুরতে গেলে তার পিছু বুলি শুনি ধীক্কার ।
রাজনীতিতে অন্ধকার।
অফিসের সহকর্মী বাবুলাল বলে-
প্রেমপ্রীতিতে অন্ধকার ।
প্রেম কেবলি ধোকার ।
সমাপনী জমজমাট
লাঞ্ছিত হয়ে নয়তো গনর্ধষনের শিকার হয়ে
প্রহর গুনে মরনযাত্রার ।
হাসি পায় প্রেম দেখে , প্রেম বড় চমৎকার ।
প্রেমপ্রীতিতে অন্ধকার।
কাজের বেটি তার বড় সাহেবের দিকে ইশারা করে বলে-
জীবন যাপন অন্ধকার
অসভ্য জীবন চালিয়ে বুলি আওরায় সভ্যতার
অাধুনিক তুমি মন্দ নয় সচ্চরিত্র দরকার ।
জীবন যাপন অন্ধকার।
অামার যেন অার রাত কাটে না ।
দু'চোখে দেখি অন্ধকার।
দেশটা যেন অন্ধকারে তুলে অানবে সাধ্যকার ।
যেদিকে তাকাই দেখতে পাই অন্ধকার অার অন্ধকার ।