ছেলে অামার ভুলেই গেছে
নেইতো মনে অার ।
সবার সাথেই কথা চলে
হাসঁ মুরগীর খবরও মিলে
অামার বেলায় ব্যস্ততা বেড়ে যায় তোমার ?
স্বপ্নে যদি ডাকি খোকা
চমকে উঠে কাপতে থাকে ।
ভয়ে বউকে ডাকতে থাকে ।
কম্পন স্বরে বলে তাকে পানি চাই পানি ।
স্বপ্নে দেখলেও ভয় পায় যেন দুঃস্বপ্নের যামী।
ছোটবেলায় ভয় পেলে
বাবা বলে অাসতে কোলে ।
অাজ অামার কবর দেখেও অাৎকে উঠ তুমি ।
অামার এ ঘর তোমার কাছে অাতংকের ভূমি ।
প্রতিদিন প্রভুর কাছে কত কিছু অাশা কর ।
ধন সম্পদ টাকা চেয়ে রোজ মোনাজাত ধর।
বাবার বেলায় একটুখানি দোয়া করতে যদি
বাবার জন্য দান করলে খুব কি হত ক্ষতি ?
তুমি যখন ছোট ছিলে
বাবার মত হতে গিয়ে
গায়ে দিতে জামা।
অামি মরে যাওয়ার পর
দখল করলে অামার ঘর
মৃত বলে সেই জামাটি ধরাও বুঝি মানা ?
অামি নইতো পরবাসী
সবাই বলে কবরবাসী
অামার হৃদয় তোমার পিছে তোমার নেইতো জানা।
কবর থেকেও করি অামি তোমার শুভ কামনা।