শুরুতেই পথিকের ভয়
কিভাবে করবে জয়
কিভাবে দেবে পাড়ি
হাজারও বসত বাড়ি ।
অাকাশ হয়েছে উচু
জমীন বিস্তৃত
পানি হয়েছে নীল
হৃদয় বিমোহীত।
এক ঘন্টা কিংবা দিন
ভ্রমন হবেই শেষ
এক যুগ বা বহু বছর ।
বহু নগর বহু দেশ।
শোন রে অাপন মন
যদি নাও থাকে অাপনজন
শেষ হবে এই পথ
থামবে তোমার রথ।
যদি চোখ দুটি যায় বুজে তোমার নিদের পিয়াসায়
তবে হারাবে পথের সূখ তুমি স্বপ্নের কুয়াশায়।
লাফিয়ে উঠবে হঠাৎ পথ গেল বুঝি ফুরিয়ে !
কি দেব অামি তারে , কিছুই নিলাম না যে কুড়িয়ে।
রিক্ত হস্তে নত
মরা বৃক্ষের মত
অাফেসোস বারবার
বন্ধ পারাপার ।
পথ হয়েছে শেষ
বাহন গেছে থামি ।
এবার লইবে হিসাব
কী জবাব দেব অামি ।