অামি যেদিন ধনী হব
সব গরীবদের ডেকে এনে
অনেক টাকা ধরিয়ে দেব।
ভিক্ষুকদের ডেকে এনে
মাসে মাসে মাইনে দেব।
বাজার থেকে বড় বড় ষাড় কিনে
জবাই করে বিলিয়ে দেব পয়সা বিনে।
গোস্তের ভাগা পাওনি যারা তারা কই?
এমনি হবে যদি অামি ধনী হই।
সাথে দেব মসলাপাতি
চাল ডালও মুটামুটি।
চেয়ারম্যান মেম্বার মনে মনে ভাববে বসে
পুচকা পোলা এভাবে কোন অংক কষে?
তুমি বেটা বড্ড চালাক
ধন সম্পদ দিচ্ছ তালাক
নিবার্চনের নেশা তুমায় ধরছে ঠেসে।
এমন এক চাল চালবো যাবে ফেসেঁ।
ধমক দিয়ে বড় ভাবীকে বলব অামি।
এখন অামি গরীব নই জানো না তুমি।
শাক পাতা, লাউ, কুমরো রেধো না অার
সকাল বিকাল পোলাও মাংস খাব এবার।
ওদের মত অামিও রোজ খাব ডিম।
কাজ কর্ম ফেলে নাচবো তা ধিন ধিন।
মা বলবে ওরে খোকা
টাকা দিবি এক কুড়ি?
হাজার টাকার বান্ডেল দেখে
বেহুশ হবে পুড়ুপুড়ি।
বাজারের সব দোকানের মাল
অামি কিনে নেব।
যার যত প্রয়োজন অাছে
সব বিলিয়ে দেব।
গায়ের সেই বড় বাবুগুলো ভাববে বসে বসে
অামরাও যদি গরীব হতাম ,
বাজারের ব্যাগ পূর্ণ করে
নিতাম মিলে মিশে।
অন্যরা সব মিটিমিটি হাসবে অাড়াল থেকে।
অামি যদি ধনী হয় গরীব থাকবে না দেশে।
অনেক দিন পরে একদিন
অামি সত্যিই হলাম ধনী
তাই এখন অামি দিন রাত
শুধু টাকাপয়সা গুনি।
ফ্ল্যাটের পর ফ্ল্যাট কিনি
জমির পর জমি।
ভিক্ষুক যদি হাত পাতে
চড়া গলায় বলি তাকে
মাফ করো তো, যাও এবার তুমি।