গাড়ি চলে গাড়ি চলে
          গাড়ির উপর আছে কে?
হাওড় পাড়ে বাড়ি তার
           কলকলিয়ে হাসে সে।

সুপারি পাতার গাড়ি তার
         দাগ টেনে  যায় উঠানে।
মাথায় মেখে বাসের তেল
         সুবাস ভাসে আসমানে।

দিন কাটে তার নেচে খেলে
ঢেউয়ের তালে দোলে দোলে
জোড় বেগেতে বাতাস বহে
                   উড়ায় তাহার চুল
কাচের  চুড়ি পড়ে মেয়ে
ঝনঝনিয়ে ঘুড়ে ফিরে
ঝোপের মাঝে খোঁজে ফিরে
                    নানা বনজ ফুল।

প্রজাপতি তাকে দেখে
              উড়ে যায় ডানা মেলে।
লাল ফড়িং এর পিছে পিছে
              ঘুড়তে তার  ইচ্ছে করে।
গাড়ি চলে........... হাসে সে।

ঢেং ঢেং করে  চলে মেয়ে  
এ ডাল ও ডাল  চলে বেয়ে
আম পেয়ারা ছাড়া তার
              চলে না তো দিন।
তালাবের ঘাটে  নামে
খাজের তেল গায়ে মেখে
বরশি পেতে মাছ না পেলে
               মুখ হয় যে মলিন।

চাঁদনী রাতে দাদুর মুখে
           কিচ্ছা শুনতে ইচ্ছা করে।
আড়াল হলে দাদু তার
           হুক্কা টানার সুযোগ খোঁজে।
গাড়ি চলে.......