বয়স ষাট ।
আপাদমস্তকে লেগেছে কপাট ।
জীর্ণ শীর্ণ দেহ , অস্বস্থিকর জীবনের এ ধাপ ।
বয়স যখন তার ষাট ।
বয়স ষাট ।
সে যেন বহে বেড়ায় সবার অভিশাপ
সহ্য করতে হয় শত সহস্র আঘাত ।
প্রতিঘাত করার ক্ষমতা থাকে না আর
বয়স যখন তার হয়ে এলো ষাট ।
বয়স ষাট ।
ধরত্রী হতে চলে যাবার এসেছে ডাক ।
বিশ্বজয়ের স্বপ্ন দেখা যেন মহাপাপ ।
বেচে থাকার ইচ্ছে যায় ধীরে ধীরে কমে ।
সকাল বিকাল ভূত সেজে দেখা করে জমে ।
কোন হৃদয়ে জায়গা থাকে না আর
বয়স যখন তার হয়ে এলো ষাট ।
বয়স ষাট ।
কেউ কোনদিন করে না কোন দৃষ্টিপাত
বৃদ্ধাশ্রমের ছোট্ট ভূবন ভরা শুধু দীর্ঘশ্বাস
বয়স যখন তার ষাট ।
যদি ক্ষমতা থাকতো হাতে
আছে যত বয়স ষাট
সরিয়ে দিয়ে সব আঘাত
টেনে নিয়ে আসতুম আঠারে ।