আমার সর্বহারার গান ,আমার মিছিলের অভিমান ।
আমার লাশ কাটা ঘরে পড়ে থাকা শোকে যত কষ্টের আখ্যান ।।
আমার আর জি করের গান ,আমার ভূটনীর চরে স্নান ।
আমার এস এস সি তে রাত জাগা চোখে , যত স্বপ্নের অম্লান ।।
আমার রাস্তা ভর্তি  লোক ,আমার শাসকের চোখে চোখ।
আমার বন্ধ  ঘরের  দেয়াল জুড়ে জমা  থাকা ,যত আঁধারের শোক।।
আমার সাবির ভাইয়ের জান ,আমার সূর্য সেনের প্রাণ  ।
আমার শহর  আজ রাস্তা জুড়ে লেখে ,  যত রূপকথার আখ্যান ।।
আমার শেষ বিকেলের গান ,আমার প্রীতিলতার অভিমান।
আমার চেতনার ছাইয়ে লেগে থাকে , যত অ্যালকোহলিক সন্মান ।।
আমার পোস্ট মর্টেমের ভয় ,আমার মিছিলের অভিনয় ।
আমার রাত জাগা ঘরে লেগে থাকে , যত নতুন স্বপনের পরিচয়।।
আমার লালন সাইয়ের গান ,আমার ঘর ছাড়া অভিমান ।
আমার সব ভুলে যাওয়া , রাস্তা ঘাটে চায়ের দোকানে তুফান ।।
                                  -অলেখক