শুভ নববর্ষ
নবীন প্রভাতে, রবির কিরণে, মলয় বাতাসে, আনন্দ নিয়ে আসে।
শেফালির গন্ধে, কোকিলের ছন্দে, মেতে উঠে যেন তোমার, জীবন আনন্দে।
অভিনন্দন আমার হৃদয় তোমার করে যেন স্পর্শ,
জানাই তোমায় শুভ নববর্ষ।
নতুন বছর সৌভাগ্য নিয়ে এসো সবার জন্য।
ধংস করিছে সবাই, তোমার ধরণী ছিল সবুজ অরণ্য।
হিংস্র মানব বধ করিছে বৃক্ষ, জড়িত সবাই হয়ে পরোক্ষ।
গ্রীষ্ম আজ হয়েছে বিশাক্ত, নেই আজ সেই নতুন বছরের হর্ষ।
তবু মন বলিছে শুভ নববর্ষ।
যদি পার সঞ্চয় কর, এই অমূল্য প্রকৃতি।
থাকিতে পারিবনা তোমি আমি, না থাকিবে মানবতার স্মৃতি।
কখনো বন্যা, বৃষ্টি হবেনা, কখনো মহামারী প্রকৃতি আনিবে।
ধংস করেছি সবাই সবুজ ধরণী সেই প্রতিশোধ নেবে।
হারিয়ে হর্ষ, যদি করেছি তোমার হৃদয় স্পর্শ,
আবার জানাই তোমায় শুভ নববর্ষ।
অলি শর্ম্মা