সময় ঠিক নয়
ভেবে ছিলাম ভাল হব সময়টা ঠিক নয়।
নিশ্চিন্তভাবে হাটে যাব, রাস্তা ঠিক নয়।
উচ্চ শিক্ষায় শিক্ষিত হব কিন্তু অর্থ ব্যয়তো কম নয়।
সুস্থতা কামনা করেছি কিন্তু বাতাস বিশুদ্ধ নয়।
তৃষ্ণার্ত নদীর ধারে কিন্তু জলও বিশুদ্ধ নয়।
খবরের কাগজেও মিলে পক্ষপাতিত্ব,
কি অদ্ভুত সময় খবরও বিশুদ্ধ নয়।
অস্তিত্ব হারানো পুষ্প, সুগন্ধিত আর নয়।
পবিত্র তুলসী ও আজ বড়িতে অদৃশ্বেয়
গরুর গুবর পাওয়া অসম্ভব অবাস্তব নয়।
মায়ের আঁচল ও আজ নেই প্রায়।
পশ্চিমীকরণে সবাই ব্যস্ত দেখা যায়।
গ্রাম্য জীবন ছাড়ি সবাই শহেরর দিকে যায়।
ভেবে দেখ কি অদ্ভুত, যদি একই পরিস্থিতি হয়।
বলিতে কিসের ভয়, সত্যিই কিন্তু সময়টা ঠিক নয়।
অলি শর্ম্মা