প্রণামী আসাম
আসাম আমার প্রণামী তোমায়, সবুজ 
ধরণী তোমার মন আমার লোভায়। 
হিমালয়ের কোলে ব্রহ্মপুত্র চলে, নিরন্তর কামাম্খ্যার চরণ স্পর্শ লহে। 

ধন্য তোমায় কুলে তোলেছ আমায়, কত 
জাতি কত ভাষা কতযে কর্ম। 
তোমার বাতাসে ঐক্যতা ভাসে, যদিওবা বিভিদ ধর্ম। 

দৈবিক ভাগ্য তোমার, প্রকৃতির অবদান,
পূর্ণ তোমার ভরাল। 
বইছে চিরকাল নির্ভয়ে, বরাক,ব্রহ্ম,
কাটাখাল। 

নমামী বরাক নমামী ব্রহ্ম, সমস্থ বিশ্ব 
জানে যেন। 
নবীন প্রভাতে রবির কিরণে, সৌভাগ্য 
নিয়ে আসে যেন। 

যতদিন তোমার বাতাসে চলিছে জীবন করিলাম পণ
গর্বিত করিব তোমায়, যদি লাগে ত্যাজিব জীবন। 


আসাম আমার প্রণামী তোমায়,
সবুজ ধরণী তোমার মন আমার লোভায়। 
হিমালয়ের কুলে ব্রহ্মপূত্র চলে, কামাম্খ্যার 
চরণ স্পর্শ লহে। 
অলী শর্ম্মা