মনের হাঁসি
হাসিতে ইচ্ছে করে আমারো তোমার মতো,
বাধা যোগায় মনে পড়ে যখন,
প্রাণ হারিছে কাশ্মীরে বীর যুদ্ধা শত শত।
হাসিতে ইচ্ছে করে আমারো তোমার মতো,
বাধা যোগায় মনে পড়ে যখন,
প্রাণ হারালো নির্ভয়া ধর্ষণে, শিস হয়ে যায় নতো।
হাসিতে ইচ্ছে করে আমারো তোমার মতো,
বাধা যোগায় মনে পড়ে যখন,
বিধ্বংস অরণ্যে আজ, বৃক্ষ নাশিছে লোক শত শত।
হাসিতে ইচ্ছে করে আমারো তোমার মতো,
বাধা যোগায় মনে পড়ে যখন,
দেখেছিলাম বৃদ্ধাশ্রমে বাবা মা কতো।
হাসিতে ইচ্ছে করে আমারো তোমার মতো,
বাধা যোগায় মনে পড়ে যখন,
নব কন্যার জন্মে বাবা মা দূঃখিতো।
হাসিতে ইচ্ছে করে আমারো তোমার মতো,
বাধা যোগায় মনে পড়ে যখন,
বিশ্ববিদ্যালয়ে গর্জে উঠে শ্বর ভারতকে ত্রিখন্ড করার মতো।
মুখমণ্ডলে যদিওবা হাসি মোর বিরাজে অবিরত,
মন মোর নির্জনে অদৃশ্য ক্রন্দনরতো।
অলি শর্ম্মা