লালা থেকে মুম্বাই
লালাবাজারে বাজে তখন তিনটা
গাড়ির আশায় মনটা।
উচ্চ স্বরে হঠাৎ করে
সামনে আসে বাসটা।
চারি দিনের যাত্রা শেষে
ট্রেন পৌছবে অবশেষে।
এক রাত্রে গুয়াহাটি
তারপর সব হবে মাটি।
ট্রেনে বসতে ঘুমোতে শরীর ব্যথা
বেরিয়ে আসে কত কথা।
কেউবা আবার রাজনীতিবিদ্
কথায় কথায় সামাজ বিভেদ।
কেউবা আবার ডাক্তার বাবু
জ্ঞান ভাণ্ডারে নেই তার কাবু।
কথা শুনে তার চুল পেকে যায়
জ্বর হলে সে জল পড়া খায়।
আমি মনের সাথে কথা বলছি
মুম্বাই পৌছালে প্রানে বাচি।
হঠাৎ দেখে ছোট্ট মেয়ে
খেলছে কোলে আমায় চেয়ে।
আসাম গেল বাংলা এলো
ঝুক ঝুক ঝুক ঝুক ট্রেন চল্লো।
কত রাজ্য ছেড়ে এলো
মহারাষ্ট্রে এইবার ঢুকে পড়লো।
খাবার এইবার বড়াপাও
মহারাষ্ট্র ছাড়া কোথায় পাও।
উঠে নামে চুখের পলক
ট্রেন পৌছালো লোকমান্য তিলক।
অলি শর্ম্মা
০৩-১২-২০১৮