গুরু স্মরণে
জ্ঞান রশ্মি জালিয়ে, সাদা কাগজে কালি গুছিয়ে।
শত ত্রুটি মার্জনা পরে, জীবন আমার গড়িবার তরে।
সযত্নে শিক্ষারে,জ্ঞানের ভিক্ষারে।
চঞ্চল মন উড়ে শ্রেণী কক্ষ বাহিরে, তবু তোমি মোরে বাঁধিয়া অক্ষরে।
বঞ্চিত কর নাহি কভু, জীবন গড়িলে মোর সাক্ষরে।
ভূল কত ভূল শুধারিলে, গুরু শিষ্য একসূত্রে বাঁধিলে।
অজ্ঞান রুপি সেই দৈত্য, তোমি জ্ঞান প্রদানি বধিলে।
সার্থহীন শ্রম প্রদায়ী মম গুরুজন, আজ আছে তোমার চরণতলে মোর মন।
অলি শর্ম্মা