বৃক্ষ তোমার নাম কি?
আমার ফলের স্বাদে সবাই আদরে,
কাঁটা অবিহনে মরে বিনাশে বাঁদরে।
কত জ্বালাতন সহিব হায়,
প্রাণ নাশিয়া আমারে উনুনে জ্বালায়।
সুস্বাদ ফলে সুগন্ধী ফুলে,
সাজাতে আসিয়া এই ধরণীর কোলে।
হারিলাম কত ডাল কতযে পাতা,
মানবতা হইবে লজ্জিত, শুনিলে আমার গাথা।
যতদিন ফল আছে আমারি ডালে,
আমিও দুলিবো ততদিন বাতাসের তালে।
বিঞ্জানে বলিছে যদি হয় বিশ্বাস,
আমারে বাঁচিয়ে রাখ যদি লাগে নিশ্বাস।
ব্যাঙ্গ করে আমারে জিজ্ঞাসিলে,
জানিবে নিশ্চয়,
বৃক্ষ তোমার নাম কি?
ফলে পরিচয়।
অলি শর্ম্মা
১৪-১২-২০১৮