পিপাসায় ভূবন কাতর করে দাও শীতল,
রহম চাহি প্রভু দিবারাত অবিরল।
গর্জে ওঠে ইচ্ছা সব ছেদিয়া আকাশ,
তব তরে অশ্রুঝরে ঘুচাও নিশ্বাস।
মুছে দিয়ে পথের জঁজাল ধুলোবালি,
ধরণীটা সাজাও বাগে কুসুমকলি।
হাজারো দানব মনে করে আজি বাস,
বিনাশ করো অভিলাষ পুরা কর আশ।
ধবংস করে দাওগো প্রভু পাপের শত ঘাঁটি,
পাক করে দাও ধরণীটা মায়ের মতো খাঁটি।
পাপে পুন্যে চলছে খেলা নিত্য অবিরল,
আখি জলে মুছে দাওগো পাপেরই আঁচল।