ব্যর্থ রজনী সাহারার সূরে ভরা
আকাশের চাঁদ বিলিন হলো
অধরের হাসি মরা।
শুনে জীবনের জয়গান
অপারের আকুল আহবান :
তরল আঁধারে
পৃথিবীর পরপারে
আজিকে যাবিরে কে যাবি
হৃদয়ের অন্তপুরে ?
এই ধরণীর বক্ষ জুড়িয়া
এসেছেরে এক রাত
ওরে ঘুম নাই
নাই জাগরণ
স্নিগ্ধ ব্যথায় ভিজিলোরে
আঁখি-পাত।
********
ডিসেম্বর ১৯৯১