রোদ চশমা'টা রয়ে যায়; ভরসা আজ তাই পাওয়ার গ্লাস টায়।
ঝাপসা হয়ে যায় দিন গুলো; রাতটাও তাই চোখের জলে।
কুয়াশা মোড়া সকালটা; সোনালী সেই বিকেল গুলো!
স্মৃতির পাতায় ডুঙ্গলি কাটায় আমার একঘেয়েমী,
কবিতার খাতার গানগুলো সুর তোলে আজও হারমনি!
বৃষ্টির সেই ভেজা কাক; সাত-সকালেও তার হাকডাক,
মুখে পড়া আলতো রোদ; গালে পড়ে অদ্ভুত সেই টোল!
ভাঙ্গা সেই পেন্সিলটা মনে করায় শৈশবটা,
সকাল হলে ডাংগুলি রাতে তাই টুকপলানটি।
ধূলো পরা ডায়েরীটা মনে করায় কৈশোরটা,
ভাঙ্গা সেই এমআরএফ ব্যাট ঝড় তোলে একশো-এক!
সাইকেলের প্যাডেলে পা ঘুরিফিরি তোমার বাড়ি
কানে আমার হেডফোন বাজে শুধু মৌ-নোবীণ।
নচিকেতার নীলাঞ্জনা তুমি আমার সুরঞ্জনা,
কলোনীর বড়-ভাই চোখ রাঙায় অযথাই
গলির মোরের টং-টায় হাতে ‘র’-চায়ের কাপ
নাকের নিচে সদ্য গোঁফ নিকোটিনে তাই জ্বলন্ত ওঠ।
কলেজে দাদাগিরি তোমায় বলি ভালবাসি!
আবেগের সেই সময় তুমি-আমি রমনায়,
কেটে যায় দিন গুলো বুঝিনা আমি-তুমি।
কলেজের শেষটায় দেখি না তোমায় আর
এডমিশনে সিরিয়াস বিবিএ'তে তাই আদ-ঘাট।
ভার্সিটিতে কমরেড বক্তিতা-সমাবেশ,
পুরান-ঢাকার দিনগুলো ঘুরিফিরি অলিগলি
বন্ধুদের আড্ডায় সুর তুলি হারমনিকায়।
সদরঘাট টু মিরপুর কখনোবা গাজীপুর,
মাঝেমাঝে খিলক্ষেত কখনোবা নীলক্ষেত।
বিহঙ্গ-ইউনাইটেড স্টুডেন্ট ভাড়া ঝুটকি-ঝামেলা,
ডবল-ডেকারেই সমাধান প্রাইম-মিনিস্টারের সমমান।
শ্মশান-কবরোস্তান সিএসডি থেকে ক্যাফে এমআইএসটি!
হাজারীবাগে রাতে লেদারের হলে একসাথে গণরুমে,
শফিকের নায়িকা হিমুরও রাত জাগা গায়িকা,
বংশাল-নারিন্দা টিক্কাটুলিতে থাকিনা একলা।
নান্না-নানাতে বিরিয়ানি আর কাবাবে
বিউটির লাচ্ছি গ্লাসে-গ্লাসে গিলেছি
আহসানের মঞ্জিলে কখনোবা বুড়িগঙ্গার খেয়াতে।
পরীক্ষার আগের রাত পড়ার টেবিল মঞ্জুর খাট!
পড়া-লেখায় ফাঁকিজুঁকি তানিয়ার খাতায় তাই উঁকিমারি,
আলি-নূর স্যারের শেয়ারিং নাজমুল স্যারের কেয়ারিং।
আজিজের টি-শার্ট; টিএসসির মোড়ের উষ্ণ কাপ,
রাইসুলের জাস্ট ফ্রেন্ড; ফয়সালের গার্ল ফ্রেন্ড!
নাদিয়ার পিঠা খাওয়া; মারিয়ার খবর পড়া!
রামপুরা-বাসাবোতে হাতির ঝিলে প্রোবক্সে।
তন্দ্রার হারমনিয়াম-তবলায় গানগাই নাকি শুধু চিল্লাই!
সায়েমের স্টিলের খাট কেটে যায় সময় কার্ড খেলাতেই।
বিবিএ-এমবিএ শেষ করে চাকরি থেকে ব্যবসায়ে,
জিএমজি-এমিরেটসসে কর্পোরেটদের সাথে চিটাগাং-সিঙ্গাপুর,
সকাল বিকাল ব্যস্ততা-ব্যস্ততা ফুরাতে যে চায় না।
তবুও এক বিকেলে কলেজের রি-ইউনিয়নে
বন্ধুদের সাথে আড্ডার মাঝে হঠাৎ পিঠে আলতো স্পর্শে!
ঘুরে দেখি সেই পরিচিত মুখ; সিঁতিতে সিঁদুরের ছোপ!
করি আমি আবিষ্কার সুরঞ্জনা কেনো নাম ছিল তোমার!!!