আমার স্লিপিং পিলের চোখ,
দেখছেনা ঝাপসা তোমার মুখ।
চেয়ে ছিলাম বৃষ্টি স্নাত রাত,
এতো দেখি তুষার ভেজা ভোর!
তোমার নরম হাতে উষ্ণ ভাপা পিঠা,
আমার মুখে পোড়া নিকোটিনের সলাকা।
শীত আসবে আসবে বলেও আসে না,
তাই দেখাও হয়না আবেগমাখা কুয়াশা।
বয়ে চলা এ শীতের হিমেল হাওয়া,
কাপায় না আর শীর্ণ দেহখানা!
কাশ বনের ঐ শুভ্র কাননেরা,
ভাবায় না আর তোমার মুখখানা।
আমার তাপে পোড়া ঠোট,
হচ্ছে না উৎসুক দিতে ওট!
আমায় দেখেও তোমার না দেখা!
তাই আমার দূরে দূরে সরে যাওয়া।
আমার স্লিপিং পিলের চোখ,
দেখছেনা ঝাপসা তোমার মুখ।
বুনেছিলাম স্বপ্ন অনেক দ্রুত,
তাই ভেঙে দিলে খামখেয়ালিতে।
আমি গুছিয়ে ঠিক কথা বলতে পারি না,
তাই অবিরাম কীবোর্ডে চলে হাত দু’খানা।
সময় আমার একলা বসে থাকে না,
তাই আর অপেক্ষা করতে পারি না।
আমার স্লিপিং পিলের চোখ,
চাইছে না দেখতে তোমায় রোজ!
সময় আমার একলা বসে থাকে না ,
তাই আর অপেক্ষা করতে পারি না!!