প্রতি দিন ভাবি তোকে নিয়ে কিছু লিখবো;
কিন্তু তুইতো খুব ভাল করেই জানিস
তোকে নিয়ে লেখার চেয়ে
তোকে নিয়ে ভাবতেই আমি বেশি ভালবাসি............
সত্যি কি তুই জানিস;
নাকি এটাও আমার ভাবনা.......?
চুপচাপ আনমনা হয়ে যখন বসে থাকতাম;
পাশে এসে বসে বলতি কিরে ভাবরাজ,
ভাবনার কত নাম্বার আসমানে লম্ফঝম্প দিচ্ছিস.........
ভাবনার আকাশে না থাকলেও,
তোর কথা শুনে মুখে এক চিলতি হাসি নিয়ে
ভাব নিতাম ভাবনার আকাশ থেকে অবতরণের.......
এটা দেখেই তুই বলে উঠতি;
এই সেরেছে ভাববাবু দেখছি এখন ভাবের জগত ছেড়ে
ঠুনকো কবিদের রোমান্টিক কাব্যের মতো
কাব্যিক হাসি দেওয়া শুরু করেছে........
আজ নেই; তুই নেই, কোথায় হারিয়ে গেলি
ব্যস্তময় এ শহড়ের কোলাহলময় ভাবনার আকাশে
তোর ভাববাবুকে একাকি রেখে..........