কার্নিশ বেয়ে বেয়ে বৃষ্টির ফোটা সাথে এক চিলটি রোদ্দুর
কি দরকার সবটুকু বোঝার থাকুক না কিছুটা অন্তহীন গভীর
রঙ মশাল রঙ ছড়ায় যেন আকাশের নীল
স্বপ্নেরা কিছু দূরে স্বপ্নেরা কাছে যেন মেঘেদের মাঝে
সরে সরে যাওয়া রোদ্দুর হারায় মেঘেরাও অদ্ধুর
পরন্ত বিকেলের রোদ্দুর ছবি আঁকে অনেক দূর
সিগন্যালের হুলুদ বাতি নিয়ন-আলোর সাথে মিশে ছড়ায় মিষ্টি রোদ্দুর
অলস সন্ধ্যা লোডসেডিং এর বারান্দা
মোমের আভায় তোমার আগুন লাগা রূপের মায়া
আধো আলোর মাঝে আধো ছায়ায় এলো চুলে জোনাকিরা পথ হারায়
দেখে মনে হয় রাতের আড়ালে তুমি এই দিক-ভ্রান্ত পথিকের রোদ্দুর