মিল অমিল খুঁজতে যেয়ে গড়েছিলাম আমি সবুজ অরণ্য
শ্যালো নদীর ফার্নেস অয়েল কালো করছে আজ দিবানিশি
সিডরের ভয়ে যখন তোমরা এদিক-ওদিক ছুটছিলে
বিধাতার নির্দেশে তখন প্রতিরোধ হয়ে বুক পেতে দারিয়েছিলাম
আজ ফার্নেসের ঐ বিষাক্ত থাবায় মারতে চাচ্ছো আমায়.......
আমায় নিয়ে তোমরা গর্ব করো
আবার আমাকেই তোমরা মুমূর্ষ করছো........
তবুও বিধাতার অসীম দওয়ায় বেঁচে আছি এই ধরায়
আলিশান দালানে এসির মধ্যেও তোমরা শুধু হাপিতাস করছো
কিন্তু জীবনের মায়া সাঙ্গো করে
তেরো বছরের বালক একটুকরো ফোম হাতে
জাতিকে নিঃকলঙ্ক করার ভার কাধে নিয়ে
ঝাপ দিয়েছে শ্যালোর ঐ মরণ খাদে........
বিঃদ্রঃ - শ্যালো নদীতে ফার্নেস অয়েলের মরণ খাদ থেকে সুন্দরবন কে রক্ষার ক্ষুদ্র প্রয়াস