রঙিন মলাটে ধূলো জমে
ডায়েরিটা তাই অভিমান করে!
কাঠের ফ্রেমে আজ চির ধরে
চামড়াতেও ভাঁজ পড়ে।
যুগল-ভ্রু'র নিচে ঝাপসা হয়ে ওঠে চোখ দু'টো
স্মৃতিরা হানা দেয় পুরনো কবিতার মেলবন্ধনে।
সাদা-কালো কোন ছবি
কিংবা পুরনো দিনের কোন মুভি,
কলের গানের সাথে ক্ষীণ মৃদুস্বরে আবৃত্তি
অজান্তেই মনের মাঝে বেজে ওঠে গিটার আর হারমনিকা।
বিকেলের একঘেয়েমির বারান্দা
ইজিতে আধশোয়া হয়ে নামাই বিষন্ন সন্ধ্যা।
ছেড়ে দেওয়া র'য়ের পেয়ালা ডাকে আমায় এ অবেলায়
ট্রাম আর চাঁদের গাড়ি নিয়ে যায় না নীলগিরি।
দুষ্টু কোন কবিতা; মিষ্টি কোন ছড়া
মাথার ভিতর আর খেলা করে না!
শব্দেরা জমাট বাধে না কবিতা তাই ফিরে আসে না!
কবি সত্ত্বা তাই মৃত্যুত্ব বরণ করে কোলাহলময় ব্যস্ততায়!!