স্টিমারের হ্যালোজেনে
পথ খুঁজি বৈঠা হাতে একলা রাতে!
শামুক আর মাছের সাড়ি
দিক ভ্রান্ত করে নিত্যেদিনি।

ফালি চাঁদ-তারকারাজি
দেখে চমকায় বিদ্যুৎ রোজি;
মেঘমালা-জলরাশি
মাতাল হাওয়ায় উদাস নদী।

মাদুর বিছিয়ে
সটান শুয়ে তারকাদের গুনতে থাকা,
একলা সুরে
বিষাদ রাতে সূফী গানে তলিয়ে যাওয়া।

সব হারিয়ে খুঁজে পাওয়া
কাঁদা মাখা মুক্তোর মালা।

পুরনো প্রেমিকার
সাদা জলের ক্যানভাসে,
ভালোবাসা মৃদু হাসে
জেগে উঠা বালুর দ্বীপে।

অদ্ভুত দৃষ্টিতে মনের মাঝে
খেলা করে ভালোলাগা মুগ্ধতা;
সেই মুগ্ধতায় বিদ্ধ হই
টোপ দেওয়া বঁড়শিতে।

সেই আমি জ্বলে যাই
এ জলের মাঝে;
নদীর মাঝে জমতে থাকা
সর্বনাশা ঘূর্ণি পাঁকে।

বলতে চাই না
আঁকড়ে ধরো ভেসে থাকা খড় কুটো........