কে বলেরে নেতা নাই,
নেতা মোদের চেতনায়,
পোড়া দেশে সবই আছে,
শুধু মোদের চেতন নাই।
আকাশ কাপে নেতার দাপে,
নেতা মোদের বড় মাপে,
দেশটা মোদের টলমল,
হাজার গন্ডা নেতার চাপে।
সব খানেতে নেতা আছে,
বাধ্য মোরা নেতার কাছে,
বশী হয়ে সারা জীবন
ঘুরি মোরা নেতার পিছে।
নেতা থাকে বড্ড দূরে,
কখনো এই হৃদয় জুড়ে,
আমরা চলি হামা দিয়ে
নেতা থাকে মাথার পরে।
নেতা মোদের মাতা পিতা,
বর্ষা কালের মাথার ছাতা,
নেতার হাতে মস্ত কাঠি
আমরা সবাই খাচ্ছি গুতা।
শুনেছিলাম, ওরে
নেতা দেশের তরে,
আজকে দেখি নেতাই আগে
আর সকলি পরে।