পাশাপাশি হেঁটে যায়, দু জনে,
বহু দুর হেঁটে যায় আনমনে,
কথা নয় হাঁসি নয় শুধু চলা,
চুপ চাপ পথ চলা,,
আমার যত কথা ছিল সব তো হয়ে গেছে বলা।
তোমার চুলের ঘ্রাণ মিলিয়ে যায় বাতাসে,
সিল্কের ওড়না টা মাঝে মাঝে উড়ে আসে,
পরম স্নেহে ছুঁয়ে যায় আমার মুখ মন্ডল,
দুটি ঠোঁট মৃদু কাঁপে, কিছু বলব বলে,
চৈতালী বাতাসে তোমার ওড়নার মতই চঞ্চল
এই মনে কত কথা আসে আর যায় চলে।