জাল বোনে মিনসে,
ধরবে তো মীন সে,
মীন মানে মাছ তো?
বল কে না চিনছে?
মাছ কৈ? জলেতে,
জল কৈ? কলেতে,
জাল দিয়ে মাছ কলে,
ধরবে কি ছলেতে?
পদ্মার কূলে যাও,
জল যদি খুঁজে পাও,
যত খুশি যত পারো,
মাছ গুলো ধরে নাও।
বাহ! বাহ! নদী তল
কে বা খুঁজে পাই বল,
চার দিকে বালি ভরা,
এক ফোঁটা নাই জল!
জল ছিল আষাঢ়ে,
দুই কুল ভাসা রে,
বার মাস জল পাবি !
মনে কত আশারে ?
চার মাস ঠিকেতে,
নদী এই দিকেতে,
জল ভরা নদী ? সখ
তুলে রাখ সিকেতে !
নাই যদি থাকে জল,
দোষ দিই কারে বল,
তোষামদ করি কত?
এই তার প্রতিফল !!
দোষ হল ভাগ্যে
গিয়েছে যা যাগ্যে,
বলব না কিছু মোরা,
হচ্ছে যা হগ্যে,
সে (মিনসে) তবু বোনে জাল,
সার হল কঙ্কাল
সখ সাধ সবই গেছে,
স্বপ্নের নাজেহাল!!
শেষ কথা এইতো
কোন ক্ষোভ নেইতো,
মিনসের কষ্টটা
বোঝে শুধু সেই তো !!
সাড়া দিবে বিবেকে,
সেই ছোয়া দিবে কে?
মিনসের কষ্টটা
বল বুঝে নিবে কে?
মনে বড় জাগে সাধ,
চল ভেঙ্গে ফেলি বাঁধ,
মিনসের হাত ধরে,
মিলিয়ে কাঁধে কাঁধ !!!