আমি সাধু হতে চাই, শান্তির স্রোতে ভাসি,
ভুল-ভ্রান্তির ঊর্ধ্বে, সদা সত্যে অভ্যাসী।
মনে রাখতে চাই, সবার জন্য যেন হরি,
মুক্তি আমার কামনা, সেবা দিয়ে যিনি ক্ষতি।

পথে হেঁটে চলবো, ফুলের মতো উজ্জ্বল,
মানুষের মুখে হাসি, হবে আমার লক্ষ্য যতটুকু বল।
অহংকারের দাসী, হবো মুক্ত, হবো শুদ্ধ,
সাধুজনের সঙ্গ পাবো, হবো চিন্তায় সদা দ্বন্দ্ব।

মন্দির অঙ্গনে, বসে করবো ভজন,
জপ-মালার সুরে, হবে জীবনের গান।
পৃথিবী হোক প্রেমের, ঘৃণা সব দূর হোক,
আমি সাধু হতে চাই, মানবতার হৃদয় জোড়ক।

সকলের পাশে দাঁড়িয়ে, দিতে হবে সমর্থন,
জীবনের প্রতি পদে, ছড়িয়ে দেবো আনন্দ।
সাধুসঙ্গের শক্তি, হবে আমার পাথেয়,
আধ্যাত্মিক পথের যাত্রী, হবো নিখুঁত নিরবচ্ছিন্ন।

আমি সাধু হতে চাই, অহিংসার পতাকায়,
শান্তির গান গেয়ে, হবে গগনে ছায়া।
সবাই মিলেই গড়বো, এক সুরের নীড়,
আমি সাধু হতে চাই, এই পৃথিবী হবে সবুজে ঘেরা।