কতো পথ পেরিয়ে দেখি....
শূন্য চিলেকোঠায় শীতঘুঘু ঘুমিয়ে আছে সাদা কাফন পরে।
তোমার সিঁড়িভাঙা প্রতারক চুমুর আচ্ছাদন
নব্য আর্যগোষ্ঠীর উপাস্য ভাবরুপী জীবন পেরোনো
দিনলিপির পোষাকী গেরুয়ায় কালো গিলাফের সিজদাবনে এখনো আবাবিল হয় আগুন কাঠের অরিন্দম।
এখনো ভুল হয়ে পথে পথে ধোকার মিছিলে
অসুর আর ইবলিশের জাত ভাই হুক্কা টানে
সালাম আর নমস্কারের সালতানাত গায়ে।
পায়ে পায়ে লাথি দেওয়া ধর্মযাজকের দল
শুদ্ধাচারী লেবাসে থেকে যায়
রঙিন সেলাইয়ের ন্যাংটো ফোঁড়ে।
সময়ে মাটি খেয়ে কাফনের রঙও বদলে হয় মেটেঘরের ক্বিবলামুখী পর্দা।