চিতায় জ্বলছে দেশ, যেন একখানা ভিসুভিয়াস
সত্যের আড়ালে লুকিয়ে আছে মিথ্যার কায়মন্ত।
রঙিন ফানুসে উঠছে নুরের মিনারেল ওয়াটার...
নষ্ট যাজক গাইছে তার বিকৃত গান।

সমাজ...
মাটির পুতুল যেন কফিনের দোলাচলে,
জীবনের কাজলনামায়...
বিদ্রোহের ঢেউয়ে ভাসে...
শ্মশানে মিলিয়ে যায় পরিযায়ী সুরে,
বেলা অবেলার হিসেব মিলায় ব্যথাভরা চোখে।

বিষের বাঁশিতে কে বাঁচল, কে মরল, কে জানে?
অসীমের সসীম খবর জানে শুধু...
কুকুরের দল ঘেউ ঘেউ করতে থাকে...
বিদ্যার মঞ্চে মাথা তুলে আড়চোখে তাকিয়ে থাকে।
লোভাতুর চোখ, জিভে জগৎ খেকো বাণী!
এই জগতের তরে কে আছে বলো, সাম্য নিয়ে আসবে কেউ?

যখন নরকই জগৎ পূজারি...
স্বর্গ-মর্ত্যের প্রভু,
তখন মানুষের গানে বাঁচার আকুতি
ফিরে ফিরে আসে ক্যানো?
কেউ কি এর মানে বোঝে?