অনেক তো খেলে জল, মাছ, ঘাস,
পোকামাকড়ের ঘরবসতি, ছাইপাঁশ।
খেলে আকাশ ভরা তারা,
সমুদ্রের তলদেশে বোনা বন-বনান্তর।

খেলে নদী, ধানক্ষেতের উপমা,
খেয়ে খেয়ে ঝরণা হয়ে পাহাড়কাণ্ডে
পুঁতে দিলে শরাবহাওয়ার ঝাড়বাতি।
পাখির চোখের ঘুমপাড়ানি মাসিপিসী...

গাছের বাকলের খোলা চিঠি নিয়ে উড়িয়ে দিলে
প্রেমতত্ত্বের উন্মাদনা।
সেই থেকে গন্ধম হলো ক্ষুধার্ত বণিক,
প্রেম আর ভালোবাসার রসায়ন ছেঁকে
মাতৃত্বকালিন ছুটিতে গেলো ডিজনিল্যান্ড।

চামড়ার পেটে ক্ষুধার নাম কে দেওয়া হলো—ভ্রুণফল।