তোমাকে ভালো না বাসলে...
তোমাকে ভালো না বাসলে জানাই হতো না,
কতোটা দহন, কতোটা বিসর্জনের পর,
এই হৃদয় হয়ে উঠেছে এক শিল্পীর হাতে গড়া কারিগর!
জানাই হতো না,
সেই অন্ধকার বনে জোছনার ছায়ায়,
তুমি ছিলে ঠিক কতটা গভীর জলের শিকারী,
যার চোখে প্রতিফলিত চাঁদের দাহ।
তোমায় বিচলিত ভাবে খোঁজা হতো না,
জানাই হতো না, কিংবদন্তি অ্যাডামের নাগকুসুম প্রেমে
জড়িয়ে ছিল সমস্ত বেদনার ফণা।
জানাই হতো না,
ডানাকাটা ইভের চাঁদখাওয়া অমাবস্যায়
তুমি হয়ে উঠেছিলে এক ম্রিয়মান দেবশ্রীপ্রয়াণ।
বোঝা হতো না তোমার স্পর্শে লুকিয়ে থাকা
বাদুড় ঠোঁটের বিষ, সেই চুম্বনের নিপা ভাইরাস।
হতো না বোঝা...
অনাদিপ্রেমের শাস্ত্রীয় কারিশমায় আঁকা
ভূগোল আর অর্থনীতির অব্যর্থ মানচিত্র,
সেই সংসারের সমস্ত খুঁটিনাটি, সবই থেকে যেত আড়ালে।
নিয়মকানুনের প্রলেপ মাখিয়ে
ভুল হয়ে থাকা হতো না,
যদি না নরককাননের অরুণিমায়
লিলিথের উপাখ্যান ভাসতো প্রতিটি প্রভাতে।
তোমাকে ভালো না বাসলে,
এসব কিছুই জানা হতো না।