তোমার ঠোঁটের অনুবাদে শীতাতপ নিয়ন্ত্রিত সকাল হাসে ভুল গীতার স্বর্গনাশে।
হাজার গঙ্গায় তুমি হয়ে যাও অমাবস্যার দেবেন্দ্র পুরোহিত...
চাঁদের কলঙ্করেখায় বৈদিক উপাদানের তপ্তমরু
যোনীশ্বর চোরাবালির অনাদি শ্বাপদ।
সুখের আসনের নগ্ন বাহুতে
সুগন্ধি, চন্দনের গলিত ময়নাতদন্ত!
ভুলে যাও কেন?
যাত্রার বিয়োগফলে তুমিও যে এক বিয়োগান্ত দেবতারই প্রতিরুপ...
অহংজংশনের মেয়াদোত্তীর্ণ এলকোহল...
যা পানে মত্ব হয়ে বিকেলের মিঠে রোদে সান্ধ্যনরক
চিরবস্ত্র চরকায় হাটে।