কবে থেকে আয়না মুছতে শুরু করলাম...
তবুও ধুলো জমছে মুখের ওপর!
একটা গোটা জানোয়ারের জীবন মেপে দেখি...
দুনিয়ায় আসলে মানুষ বলে কিছু ছিলোই না!
যা ছিলো সবই ভুয়ো জীবনের পুনর্জন্ম।
রক্ত-মাংসের অদ্ভুত লোভ...
ফালাফালা করে খাচ্ছে স্বাদের জনম।
পাদটীকায় জানোয়ার হয়ে গেলো...
মাটির প্রদীপ!
ধুলো হয়ে গেলো কাদা-মাটি...
কাফন হয়ে খাবার!
কঙ্কাল ছুঁয়ে রুহুর অবসর, মরণ উৎসবে মেতেছে।
বাঁচার ভান করে মরছে কুঁড়েমি...
না হয়, মরার মূর্ছনায় বেঁচে থাকার অঙ্গীকার!
প্রশ্ন তোলে দুনিয়া-মৃত্যু!
ধুলোর মানুষ মাটির শপথ নিয়ে আয়নাপাড়ায় চালিয়ে যাচ্ছে
চালাকি,
চালাকির নৌকোতে বাতাস ওঠে হরীতকী গানের সুরে।