..........
আদিগন্ত পেরিয়ে আমি উন্মাচর
জীবন নামক এক সুতোর দোলনায় বেধেঁছি বেদনার ঘর,
ভিড়েছি শত হারিকের গানের ভিড়ে
উড়ন্ত স্বপ্ন সাথে সুরের সুসজ্জিত হ্রদয় ছিড়ে।
থমকা থমকা আলোর ছায়ায়
মন মেতে যায় নীলাভ মায়ায়,
ভাববার নেই সময়
প্রেম পুড়ে হয় কুরুক্ষেত্র
যৌবন জ্বলে হয় জীবনের নয়না নেত্র ।
হায়! দেখি ফিরে
আবারও আমি পেশীবহুল উন্মাচর
যুদ্ধকে করি না পরোয়া বিড়ির ধোয়ায় ভাঙি উচ্চস্বর,
সবুজ পাতা ঝরে গেছে
সবাই স্বার্থপর কাজ শেষে সবি অতৃপ্ত মিছে।
পিছনে ফেরার মোহে
দেখি যার কাজ তাঁর
পুরো পৃথিবী স্বার্থপর কেউ নয় তোমার আমার,
একের কাজ করলে অন্যে
কেউ হয় নগন্যে কেউবা ধন্যে ।
প্রহর শেষে ভাবনা
বৃহত্তর স্বার্থে প্রতেকেই অপূর্ন স্বার্থপর।