১৩ই এপ্রিল ১৪২৩
তুমি হে বৈশাখ
চৈত্রের খরারোদ্র তাপে
বৈশাখের আগমন উঞ্চ আলোর নবীন পরিতাপে ,
স্নানের জলে আগুন লেগেছে
উদাম দগ্ধ দেহ , বিদগ্ধ মন-মাতাল, তবুও কাঁদবে না কেহ।
আগুন লেগেছে বাতাসের গায়
অস্থির গান গুলো কন্ঠে এসে বারংবার গলা চুলকায়,
এসো হে নবীন অতিথি
বক্ষ বিলায়ে দিলাম চৈত্ররে বিদায় দানে তোমারে প্রীতি।
নয়নাপান তোমার পুরো যমান
বউমেলা, লাঠিখেলা, বাউলের গান মেলা জমবে ,
নর-নারী , ঘর-বাড়ি
রোদ্দুরের মিহি গন্ধে সাজবে ছন্দে, ছন্দে।
বোশেখী পিঠা-পান,তাল
খেয়ে নানা-নাতি নাঁচবে ফূলমতী হয়ে বেসামাল,
চির বরণে তুমি হে বৈশাখ
তোমারি চরণে পড়াইয়ে মালা খুয়াবে সতীর্থরে দেমাগ।