স্মৃতির সঙ্গে বেঁধে রাখব
ভুলে যাবো না,
আগামীর আশা হব-
ছেড়ে পালাব না।
সবার সাথে বন্ধুত্ব
অটুট রাখার চেষ্টা,
স্মৃতির সঙ্গে সঙ্গে থাকতে থাকতে-
পেয়ে যায় নতুন তেষ্টা।
স্মৃতি সঙ্গে রাখতে মনে
যদি কেউ পারে,
স্মৃতির জঞ্জালে-
ফাঁসিয়ে দিই তারে।
তবে যদি তাড়ানো য়ায়
কোনো স্মৃতিকে,
পালায় না সে-
থাকে অমর হয়ে।
এই বেদনা নিয়ে বুকে
থাকে সে অমর হয়ে,
অন্য স্মৃতিকে তাড়াবে সে-
সদা কলরবে।
আসছে এবার মৃত্যু-প্রলয়
দ্রুত তাহার পানে,
কি হবে সেই স্মৃতির-
অথচ সেই আনছে তাকে ডেকে।
এমন তরো বিশ্বাসঘাতকতা
করে না কেউ অন্যের সাথে,
তবে কি মৃত্যু পেতেই হবে-
এই দুঃখ বিশাদ মনে?
শেষ বিদায় চাইছে সে
সদা তোমার কাছে,
সে গেলেও যাবে না তাহার স্মৃতি!
শেষ করি- এই অন্তিম পরিণতির সাথে।