চারদিক সবুজে সবুজ-
মাঝে তার এক শীর্ণ-জীর্ণ মৃত বট,
একদিন ছিল সেও সবুজ
ডালে তারও আসত-বসত পক্ষী,কীট,ক্ষুদ্রপ্রাণ;
মানুষের শিশুরাও ঝুলত তার ডালে।

কত বছর করে গেছে সহ্য,ঝড়ের দাপট-
বাঁচিয়েছে পথিককে,
নিজে দাঁড়িয়ে রোদে-ঝলসে পুড়ত সে
তবু-রক্ষা করত অন্যদের ঠায় দিয়ে তার চরণে;
বর্ষায় তার শাখায় নিত আশ্রয় কাক-ছাতার।

এত সহ্যের পরও ছিল সে দাঁড়িয়ে ঠায়-
খুশি মনে দিত আশ্রয় সবাইকে;মনের বেদনা লুকিয়ে,
আজও যাবার বেলায় সে
বিনা কষ্ঠ মনে,বিনা জানতে দিয়ে;
চুপিসারে-পড়ল এলিয়ে,নিশব্দে।

ছিল মনে আকাঙ্খা,এমন ভাবেই করব সাহায্য-
পরের জন্ম পেলে।