হাতল ধরে দিল টান-
পেল সে সম্মান!
আজকের এই প্রতিযোগে,
মৃত্যু এগিয়ে জীবন পেছনে।
তবে এটা যে সত্যি-
তাই বা কে করে সমর্থন?
এটা শুধুই একটা ঘোর,
যা কাটলেই ফিরব পূর্বে।
সেই আশায়-সেই ভালোবাসায়-
মনে যা ছিল সম্ভাষণে!
তা-ই পাবো ফিরে,
কাটলেই এ ঘোর সবার তরে।